মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী-চালক নিহত

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী-চালক নিহত

ঝালকাঠির নলছিটিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী এবং মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) এবং মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮)।নিহত মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে এবং মোটরসাইকেল চালক আল আমিন মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন।পুলিশ ও স্থানীয়রা জানায়,বেপরোয়া গতির একটি মোটরসাইকেল উপজেলার ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান(৮৫)কে ধাক্কা দেয় এবং মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা