বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে সিলিন্ডার লিকেজ হয়ে ঝুট গুদামে আগুন

গাজীপুরে সিলিন্ডার লিকেজ হয়ে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূতের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুনের সূত্রপাত হওয়ার পর স্থানীয় লোকজন নিজেরা চেষ্টা করেন আগুন নেভানোর জন্য। কিন্তু বাতাসে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও ধারণা করা হচ্ছে, লাখ ৩০ টাকার ওপরে ক্ষতি হয়েছে। যেহেতু ঝুট ও গ্যাস সিলিন্ডার—উভয়ই অত্যন্ত দাহ্য, তাই ফায়ার সার্ভিস সতর্কতার সাথে কাজ করছে, যেন বিস্ফোরণের ঝুঁকি না থাকে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউনটির মালিক হরতকীতলা এলাকার বাসিন্দা মাদিনা গায়েনের ছেলে এছাক গায়েন। তিনি জানান, তার গোডাউনে বিপুল পরিমাণ ঝুট, গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী বলেন, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কোনো সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে আগুন পুরোপুরি নিভে গেছে কি না, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনও উপস্থিত রয়েছে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা