শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে বাসের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ

গাজীপুরে বাসের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ

গাজীপুরের শ্রীপুরে দূরপাল্লার বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় ময়মনসিংহ অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫টা নাগাদ ওই তরুণের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৩ বছর বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সোহাগ আকন্দ বলেন, তিনি ঘটনাস্থলের কাছেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই তরুণ লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস। সড়কে পড়ে থাকা ওই তরুণ কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মাথা, মুখসহ কয়েকটি অংশে গুরুতর যখম হয়। পরে পেছনে থাকা একটি সৌখিন বাস থামিয়ে স্থানীয় লোকজন ঘাতক বাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে সরবরাহ করেছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা