রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষগভীর রাতে হাত-পা বেঁধে রেখে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, লুটপাট!

গভীর রাতে হাত-পা বেঁধে রেখে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, লুটপাট!

গাজীপুরের শ্রীপুরে একই গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি জিনিপত্র। মঙ্গলবার ভোর রাত ৪টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।লুট হওয়া একটি বাড়ির মালিক মো. জয়নাল আবেদীন। তিনি গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পাশের বাড়িটি তার ভাই মো. আব্দুল হালিমে। তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই সময় ওই দুটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। মো. জয়নাল আবেদীন বলেন, এক তলা বাড়িটিতে তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ভোর রাত ৪টার দিকে তাদের সদর দরজায় অস্বাভাবিক শব্দ পান তিনি। শব্দে জেগে উঠে দরজায় ওই পাশের লোকজনের পরিচয় জানতে চান । এ সময় সজোড়ে আঘাত করে দরজা ভাঙা শুরু হয়। তিনি ভয় পেয়ে স্ত্রীকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে দূরে চলে যান। এর পর তার ঘরে লুটপাট করে ভেতরে প্রবেশ করা দূর্বৃত্তরা।মো. জয়নাল আবেদীন আরো বলেন, ‘ ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে কি না তা বুঝতে পারছি না। আমি ৯-১০ বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতাম । এখন কোনো পদ নেই আমার। অপরদিকে স্কুল শিক্ষক আব্দুল হালিম জানান, দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ঘরের ভেতরে থাকা সবাইকে মুখের ভেতর কাপড় ‍গুঁজে দিয়ে হাত-পা বেঁধে লুটপাট শুরু করেন। নিমিষেই ঘরের স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা। তিনি বলেন, দুর্বৃত্ত দলে অন্তত ১০ জন সদস্য ছিল। প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। তাদের মুখ কাপড়ে বাঁধা ছিল। তাই তাদের কাউকে চিনতে পারেননি তারা। তবে হাত-পা বাঁধলেও কাউকে আঘাত করেনি দুর্বৃত্তরা । এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে জানতে পেরেছি এ পেছনে রাজনৈতিক কারণ আছে। এটি ডাকাতির ঘটনা নয়। আমার অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা