কালিহাতী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম রফিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোল্লা নুরুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।