শাহ আলম, কালিহাতী প্রতিনিধিঃটাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিলিমপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ফাইনালে মুখোমুখি হয় সাগর একাদশ এবং হাসিব একাদশ। চমৎকার পারফরম্যান্সে ভরপুর খেলায় সাগর একাদশ ট্রাইবেকারে হাসিব একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শাহানুর রহমান শাহীন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক শরিফুল ইসলাম শরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ইসমাইল হোসেন মন্ডল, প্রকাশ পোদ্দার, কমল সাহা, আব্বাস প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীরা নাচ, গানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করে।
আয়োজক কমিটি জানায়, এই ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং এলাকার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।
ফাইনালের জমজমাট খেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সিলিমপুর মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের এই আসর পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
শাহ আলম
কালিহাতী, প্রতিনিধিঃ
০১৭১২৯০৮০৬৮