শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্রীড়ার নানা আয়োজন এবং বিশেষ অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দমুখর মিলনমেলায়।(বুধবার) সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানটি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কুচকাওয়াজ প্রদর্শন, মশাল প্রজ্বালন এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। উদ্বোধক ছিলেন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমির হোসেন, ঘাটাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুর রহমান শহীদ, কালিহাতীর পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান শাহীন, কালিহাতী পৌর বিএনপির সহ-সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন, কালিহাতী পৌর বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, কালিহাতী পৌর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শরিফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ নানা ধরনের ইভেন্টে অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন তাঁর বক্তব্যে বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা শুধু শরীরচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং সহযোগিতার মনোভাব তৈরি করে।উপস্থিত অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।দিনব্যাপী এ আয়োজন পুরো এলাকায় এক উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে।