শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

শাহ আলম,কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস, অন্যদিকে ঢাকার দিক থেকে ছেড়ে আসা আরপি পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে উভয় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীও সহায়তা প্রদান করেছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহন বাসের এক যাত্রী হাফিজুর রহমান অভিযোগ করেছেন যে, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি, যার ফলস্বরূপ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
অপর বাসের যাত্রী মনির হোসেন জানান, তিনি চালকের পাশে বসে ছিলেন এবং চালকও বেপরোয়া গতি চালাচ্ছিলেন। তিনি দাবি করেছেন যে, ওই চালক এর আগেও সিরাজগঞ্জ এলাকায় এক্সিডেন্টে জড়িয়েছিলেন।

এদিকে, দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, তবে এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন যাত্রীরা

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা