শাহ আলম, কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজে এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এস.আই.) নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আলুবাহী ট্রাকটি হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাউলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে চাউলবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক ও হেল্পারও আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ দ্রুত যানচলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। নিহত চালকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে যমুনা সেতু পূর্ব থানার পুলিশ জানিয়েছে।