শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে তরুণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট

কালিহাতীতে তরুণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট

শাহ আলম,কালিহাতী প্রতিনিধি:খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই অনুপ্রেরণামূলক স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝাটিবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। তরুণদের মাদকমুক্ত জীবনের প্রতি উদ্বুদ্ধ করতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনকে উৎসাহিত করতে ঝাটিবাড়ী ধুনাইল তরুণ যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া। উদ্বোধনী ঘোষণা দেন বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কালিহাতী উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। সভাপতিত্ব করেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।এছাড়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু এবং বিশেষ আলোচক ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওসমান গণী।ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল—জিহাদ ফুটবল ফেডারেশন ও বন্ধু ফুটবল একাদশ। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উদ্দীপনায় ম্যাচটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ট্রাইবেকারে বন্ধু ফুটবল একাদশকে হারিয়ে জিহাদ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শিরোপা জিতে নেয়।ফুটবল টুর্নামেন্টটি শুধুমাত্র খেলাধুলার আসর নয়, বরং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনের প্রতি আগ্রহী করতে এবং সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে এক অনন্য দৃষ্টান্ত। এই ধরনের উদ্যোগ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।শতাধিক দর্শকের উপস্থিতি এবং খেলোয়াড়দের অনবদ্য নৈপুণ্যে এ আয়োজন হয়ে উঠেছিল এক অভূতপূর্ব মিলনমেলা।

 

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা