বুধবার, এপ্রিল ২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে টিটোর ঈদ উপহার বিতরণ 

কালিহাতীতে টিটোর ঈদ উপহার বিতরণ 

শাহ আলম, কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক হাজারের বেশি অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। একইসঙ্গে তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কালিহাতী পৌর চত্বরে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজীর আহমেদ টিটো নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “ঈদ সাম্যের প্রতীক। সব ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

শেষে অতিথিরা উপস্থিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা