গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজগানা অভিমুখী আলোয়া বিলের রাস্তাটি পাকাবে হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম আজাদ।
৬ই জুন বৃহস্পতিবার রশিদপুর সকারি বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, বর্ষার পরপরই রাস্তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি বলেন, এই রাস্তার উন্নয়নের জন্য বারবার বরাদ্দ দেওয়া হলেও সেগুলোর সুষ্ঠ বণ্টন হয়নি। তবে এবার তিনি নিজেই রাস্তার উন্নয়নের ব্যাপারে তদারকি করবেন বলে জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শরিফা আক্তার, চাপাইর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি হাজী মোঃ নূরুল ইসলাম,আলীম আল রাজীব, রাজ্জাক সিকদার, বাদশা সরকার, সেলিম সরকার, মো: তারেক সিকদার প্রমুখ।