বুধবার, মার্চ ১২, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধসালিশে বসচা: কালিহাতীতে তিন গ্রামের মধ্যে সংঘর্ষে আহত,অর্ধ শতাধিক

সালিশে বসচা: কালিহাতীতে তিন গ্রামের মধ্যে সংঘর্ষে আহত,অর্ধ শতাধিক

শাহ আলম,কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠকে বিতণ্ডার জের ধরে এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংড়া ইউনিয়নে সোমবার সকাল ১১টার পর থেকে সাকরাইল, সহদেবপুর,মুলিয়া গ্রামের মধ্যে সংর্ঘষের ঘটনায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা শুকুর মাহমুদ।

স্থানীয়রা জানান, বাউল গানের একটি ওরশ কেন্দ্র করে সাকারাইল ও মুলিয়া গ্রামের ছেলেদের মাঝে দুদিন আগে ঝগড়া হয়েছিল। এ কারণে সোমবার সকালে সালিশের আয়োজন করা হয়েছিল। সালিশে দুপক্ষের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ঢিল ছুড়লে সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান আহত হয়। এই খবর তার গ্রামে পৌঁছালে তারাও এ সংঘর্ষ লিপ্ত হন। পরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও সংঘর্ষের সময় অন্তত ২০টির বেশি দোকানপাট ভাঙচুর করে হরিলোটের অভিযোগ ওঠেছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে এবং তারা দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার আশা করছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং উত্তেজনা প্রশমনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা