শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধসাদপন্থী মোয়াজ বিন নুর গ্রেপ্তার

সাদপন্থী মোয়াজ বিন নুর গ্রেপ্তার

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হওয়ার পর একটি মামলা দায়ের করা হয়। মামলায় মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫নং আসামি হিসেবে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, সাদপন্থী ৪০ বছর বয়সী মোয়াজ বিন নূর উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।ওসি মো. হাবিব ইস্কান্দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা