রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িঅপরাধশ্রীপুরে বেড়েছে গরু চুরি! আতঙ্কে কৃষক 

শ্রীপুরে বেড়েছে গরু চুরি! আতঙ্কে কৃষক 

গাজীপুরের শ্রীপুরে গোয়াল ঘরের তালা কেটে এক রাতে তিন কৃষকের ৬টু গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লোহাগাছ গ্রামের সাতরাস্তা এলাকার এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন,শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের কৃষক মাহবুব মিয়া,একই এলাকার শাহজাহান ও দুলাল মিয়া। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, চুরি হওয়া ৬টি গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,শুক্রবার দিবাগত গভীর রাতে পৌরসভার লোহাগাছ গ্রামের কৃষক মাহবুব মিয়ার সাদাকালো ডোরাকাটা রঙের দুধের গাভিসহ অস্ট্রেলিয়ান প্রজাতির ৩টি গরু, একই গ্রামের শাহজাহান সরকারের লাল রঙের দেশীয় গাভী ও দুলাল মিয়া নামের এক কৃষকের সাদাকালো রঙের বাছুরসহ ২টি গাভী গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। রাত ১টা থেকে ৩টার মধ্যে গোয়াল ঘরের তালা কেটে গরুগুলো চুরি করে অজ্ঞাত চোরেরা।স্থানীয় বাসিন্দারা জানান,চুরির পরপরই খোঁজ পেলেও ঘণ কুয়াশার কারনে চুরের গাড়ি ধরতে পারেনি।গরুর মালিক মাহবুব বলেন,’রাত ১টার আগে গোয়াল ঘরে গরুগুলো দেখে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে আওয়াজ পেয়ে আমার বাবা গোয়াল ঘরে গিয়ে দেখে গরুগুলো নেই। পরে তাঁর ডাক চিৎকারে আমরা আশপাশে ছুটাছুটি করে রাস্তায় গাড়ির শব্দ পাই। কিন্তু কুয়াশার কারনে বেশীদূর আগানো যায়নি। পরে ৯৯৯ ফোন করলে তারা থানা পুলিশকে সংযোগ করে দেয়। সকালে থানা পুলিশ আসে। আমার ৩টি গরু গত চারদিন আগে ৬ লাখ টাকা দামদর বলে গেছে ব্যবসায়ীরা। গাভি প্রতিদিন ১০ লিটার দুধ দিতো। আমি এখন নি:স্ব হয়ে গেছি।’ স্থানীয় বাসিন্দা ইকবাল সরকার বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতি মাসেই ৫-৬টা চুরির হচ্ছে। অনেক কৃষক রাত জেগে তাঁদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কৃষকদের অভিযোগ পেলে গরু উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা