গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, ভুট্টা ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা ও মোহাম্মদ মাহাবুবুল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহাবুব আলম সহ প্রমুখ।