গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর মধ্যে বাজার এলাকায় একটি লেপতোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোরহাবের লেপতোশকের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীপুর মধ্যে বাজারে একটি লেপতোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লেপতোশকের দোকান থেকে পাশের ভাঙারির দোকান ছড়িয়ে পড়ায় মূহুর্তের মধ্যে আগুন বিশাল আকার ধারণ করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।শ্রীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাজু বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করেন স্থানীয়রা।