মাত্র তিনদিনের মাথায় আবারও লালমনিরহাট সীমান্তে গুলি চালালো বিএসএফ। এতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে বুড়িমারী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিপুলসহ কয়েকজন বাংলাদেশি, সীমান্তের কাছে ৮৪২ নাম্বার মেইন পিলারের কাছে গেলে ভারতীয় চ্যাংড়াবান্ধা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এতে গুলিবিদ্ধ হয় বিপুল। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কিছু না জানালেও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত শেষে মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার হাতীবান্ধার বড়খাতা দোলাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হয়।