রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

মৌলভীবাজার সদর উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। সভার শুরুতে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাগিব মাহফুজের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।এ সময় তিনি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। সভ্যতার আদি থেকেই মানবজাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত। যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোয়ায় মানুষের জীবনমান যতই উন্নত এবং আধুনিক হউক না কেন, কৃষির প্রয়োজনীয়তা অপরিবর্তনীয়। কৃষক আমাদের দেশের প্রাণ, তাদের সম্মানিত করা এবং তাদের সমস্যাগুলোর সমাধান করা ছাড়া আমাদের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।সভায় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি, জেলা প্রশিক্ষন অফিসার মো: জালাল উদ্দিন সরকার।সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক- কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।মেলায় মোট ৩৮ টি স্টল বসেছে। তিনদিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২৬ নভেম্বর।কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ এর আয়োজন করেছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার সদর

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা