বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
মামলায় বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে জমি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন মিলন চৌধুরীর। পরে আহত অবস্থায় হারুন অর রশীদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় ছেলে মিলন চৌধুরীর নামে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।