কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে বড়গোবিন্দপুর ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটির সংবর্ধনা ও সেরা রক্তদাতাদের মাঝে বড়গোবিন্দপুর ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটির সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১০ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ সামসুল হক পালোয়ান।
প্রধাণ অতিথির বক্তব্যে তিনি বলেন তরুণ ও যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ক্লাবের এই আয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক মো আলাল সরকার।