শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
No menu items!
বাড়িলিড নিউজনেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৩

নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৩

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যাক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে জেলার মদন উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।পুুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছিল। এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, ‘ মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যাক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা