শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
No menu items!
বাড়িসর্বশেষনওগাঁয় সেবা দিয়ে সুনাম কুড়াচ্ছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা

নওগাঁয় সেবা দিয়ে সুনাম কুড়াচ্ছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা

নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি-কর্মকর্তা মোমেনা খাতুনের সেবার মান নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন সেবা প্রত্যাশীরা। বিগত ৮ মাস ধরে কোন ভোগান্তি ছাড়াই নিরলসভাবে কাছ করে মানুষের মাঝে সুনাম কুড়িয়েছেন এই ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি-কর্মকর্তা মোমেনা খাতুন।

অন্যদিকে অনেকেই অবৈধভাবে সুবিধা ভোগ করতে না পারায় মিথ্যা এবং প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন বলে জানিয়েছেন এই সহকারী ভূমি কর্মকর্তা।

এর আগে জেলার অধিকাংশ ভূমি অফিসে দীর্ঘ ১১ বছর যাবৎ নিরলসভাবে সেবা দিয়ে অন্যান্য কৃতিত্ব অর্জন করেছেন ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা মোমেনক খাতুন। সেবার মান নিশ্চিত করতে এবং সেবা প্রত্যাশীদের হয়রানি রোধ করতে অফিসের প্রতিটি কর্মচারীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন এবং সেবাগ্রহীতাদের যেনো কোন প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে নজর দিয়ে আসছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোমেনা খাতুন ২০১১ সালে চাকরিতে যোগদান করার পর জেলার কীর্তিপুর, রানীনগর ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রায় ১০ বছর চাকরির পর বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন। বিগত বছরগুলোতে সেবার মান তেমন না পেলেও এখন কোন ভোগান্তি ছাড়াই মানুষের ভুমি সেবা পেয়ে আসছেন সেবাগ্রহীতারা। জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করার পরেই এক টাকা ঘুষ ছাড়া সেবা পেয়ে মহা খুশি ইউনিয়নের লোকজন।ইউনিয়ন ভুমি অফিসে গিয়ে দেখা যায়, সকাল থেকে অফিস টাইম মেইনটেইন করে সেবা দিচ্ছেন ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোমেনা খাতুন। তবে কোন ভোগান্তি ছাড়াই এসব সেবা পেয়ে অনেকেই বলেন, আমরা কোন ঘুষ এবং হয়রানি না হয়ে সেবা পাচ্ছি। বিগত বছরগুলোতে তেমন কোন সেবা না পেলেও দীর্ঘ ৮ মাস ধরে সেবার মান অনেক বেড়েছে। আমরা জমির খতিয়ান থেকে শুরু করে জমি সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধান করতে পেরেছি।

সেবা নিতে আসা দোগাছি গ্রামের রেজাউল করিম বলেন, আমার বড় ভাইয়ের জমি খারিজ করার জন্য ভূমি অফিসে গেলে কোন প্রকার হয়রানি এবং ঝামেলা ছাড়া ২৬ দিনে আমার সব কাজ শেষ হয়েছে। এমন কর্মকর্তা থাকলে কাউকে আর হয়রানির শিকার হতে হবেনা।আরও একজন সেবা গ্রহীতা সাহাপুর মন্ডলপাড়ার আব্দুল আজিজ বলেন, আমরা তার সেবার মান নিয়ে সবাই খুশি। কাজের কোন সমস্যা হলে সুন্দর ভাবে তিনি বুঝিয়ে দেন এবং কি কি করতে হবে সেটা তিনি নিজেই করে দিয়েছেন কোন প্রাকার ঘুষ ছাড়া।এছাড়াও নতুন সাহাপুরের শামসুন্নাহার, চকরামপুরের আনোয়ারা, দোগাছী গ্রামের আব্দুস সালাম তার সেবা পেয়ে অনেক আবেগ প্রবল হয়ে বলেন, এমন ম্যাডাম থাকলে আমাদের কাজে আর হয়রানি হতে হবে না। আমরা সবাই নির-ভেজাল ও দালাল ছড়া কাজ করতে পারবো।অনেক ক্ষেত্রে ভুমি অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের কাজের বিষয়ে সম্পুর্ন ভিন্নতা রয়েছে।সম্পৃতি বেশ কয়েকটি নিউজ সংক্রান্ত বিষয়ে উক্ত ভূমি অফিসের কর্মকর্তা মোমেনা খাতুনের সাথে কথা বলে জানা যায়, আমার বিষয়ে যিনি অভিযোগ করেছেন সে আমার কাছে অবৈধভাবে কাজ করার প্রস্তাব করেন কিন্তু আমি সেটাতে রাজি না হলে সে আমাকে ভয় দেখিয়ে কাজ করে নেবার হুমকি প্রদান করেন। তার জমির কাগজের সমস্যা থাকলে আমি কিভাবে তার কাজ করে দিবো। কারো সার্থে আমরা কাজ করি না। এসব কাজ না করাতে একই পরিবারের তিন ব্যক্তি বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। তারা টাকা এবং অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে। ইতিমধ্যে অনেকেই আমার কাছ থেকে অবৈধভাবে সুবিধা ভোগ করতে না পারায় এমনভাবে মিথ্যা এবং প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বিষয়টি খুবই দুঃখ জনক।নওগাঁ সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব জানান, আমরা তার বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করব।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা