রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িলিড নিউজডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে  আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে ৩১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করল স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ হাজার ১৬৫ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের তিনজন বরিশালের, ঢাকা বিভাগে একজন, চারজন ঢাকা দক্ষিণ করপোরেশন এলাকায়, একজন খুলনায় এবং একজন ময়মনসিংহের। এর মধ্যে পাঁচজন পুরুষ, একজন শিশু ও চারজন নারী। মেয়ে শিশুটির বয়স ৬ থেকে ১০ বছর। পুরুষদের একজনের বয়স ২১ থেকে ২৫ বছর, একজনের ৩৬ থেকে ৪০ বছর, দুজনের ৪৬ থেকে ৫০ বছর ও একজনের ৫৬ থেকে ৬০ বছর। নারীদের একজনের বয়স ১৬ থেকে ২০ বছর, একজনের ৫১ থেকে ৫৫ বছর এবং দুজনের ৫৫ থেকে ৬০ বছর।গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রামে ৭১ জন, ঢাকা বিভাগে ১৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৪০ জন, রাজশাহীতে ২১ জন, রংপুর দুজন এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯১ জন। এ নিয়ে চলতি বছর ৫৮ হাজার ৭২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা