ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ১৯ বছর পরে শপথ নিলেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর।সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের কার্যালয় চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত মজলিশে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মো. আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা জেলা সেক্রেটারি মো. আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদসহ অনেকে।বক্তব্য শেষে ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে শপথ গ্রহণ পাঠ করান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মো. আব্দুল হালিম। বিগত ১৯ বছর ধরে টানা জেলা আমীরের দায়িত্ব পালন করেন অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম। ১৯ বছর পরে এবার নতুন আমির নির্বাচিত হন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।শপথ গ্রহণ শেষে জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।