গাজীপুরের শ্রীপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। নিহত ওই নারীর নাম আখি আক্তার (২২)।সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মানজালিয়া গ্রামের আক্তার হোসেন মেয়ে।রোববার দিবাগত রাত ১০ টার দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান,নিহত আখি আক্তার (২২), রবিবার রাত ১০ টায় পারিবারিক কলহের জের ধরে নিজ রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই সুজন খল্লিল জানান, নিহত ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।