রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষকালিহাতীতে বিজয় দিবস উদযাপন

কালিহাতীতে বিজয় দিবস উদযাপন

শাহ আলম, কালিহাতী, প্রতিনিধিঃটাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং আনন্দঘন পরিবেশে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো হাজারো নেতাকর্মী নিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বক্তব্য রাখেন।উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, কালিহাতী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেহেদি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন।দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন রকমের স্টল, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উৎসবমুখর এ আয়োজনে কালিহাতীর আকাশ-বাতাস ভরে ওঠে বিজয়ের আনন্দে। মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার অর্জন উদযাপনে কালিহাতীবাসী মিলিত হয় এক আনন্দঘন মহামিলনে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা