শাহ আলম, কালিহাতী, প্রতিনিধিঃটাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালাম ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের বিদায় এবং প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় সালাম ক্যাডেট একাডেমির আয়োজনে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ইদ্রিস আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী সাধারন পাঠাগারের সাধারন সম্পাদক মজনু মিয়া, ঘাটাইলের হামিদপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক খন্দকার বিল্লাল আহমেদ পলাশ, শাহজালাল ইসলামী ব্যাংক কালিহাতী শাখার ব্যবস্থাপক দিদারুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক গোবিন্দ চন্দ্র সাহা, প্রথম শ্রেণীর সরকারী ঠিকাদার সাইফুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। বিশেষভাবে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক খন্দকার আব্দুস সালাম বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জ্ঞানের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মেধার বিকাশে ভূমিকা রাখবে।নুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। পুরো আয়োজনটি আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে।
কালিহাতীতে পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
আরো দেখুন