বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়আরও ২ মাস বৃদ্ধি পেল সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা

আরও ২ মাস বৃদ্ধি পেল সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা

সারা দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিচারিক (ম্যাজিস্ট্রেসি) ক্ষমতা আরও (৬০ দিন) দুই মাস বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। শুক্রবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।আদেশে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তারাসহ) সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। আদেশ জারির দিন থেকে পরবর্তী দুই মাসের (৬০ দিন) জন্য ক্ষমতা অর্পণ করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।এর আগে ১৭ সেপ্টেম্বর দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও ৩০ সেপ্টেম্বর একই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা