রবিবার, এপ্রিল ২০, ২০২৫
No menu items!
বাড়িছবি-ঘরসাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক গাজীপুর থেকে দুর্লভ প্রাণী লেমুর চুরি হওয়া তিনটি মধ্যে ২৬ দিন পর একটিকে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।

শুক্রবার রাত ১১ টায় রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাণীটিকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
তিনি বলেন, প্রাণী চুরির ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাণীটি উদ্ধারে তৎপর হয়। তার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীদের সঙ্গে নিয়ে জামালপুর সদরের একটি এলাকায় অভিযান চালায়। এ সময় দেলোয়ার হোসেন তওসীফ নামে একজনকে গ্রেফতার করে তারা। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার শ্যামবাজার থেকে একটি লেমুর উদ্ধার হয়। এরপর প্রাণীটিকে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হয়। এ প্রসঙ্গে বক্তব্য জানতে সাফারি পার্কের প্রকল্প কর্মকর্তা শামিমা আক্তারের সাথে একাধিক বার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায় নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা