শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে-ডিবি প্রধান

যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে-ডিবি প্রধান

ডিবি পরিচয়ে কেউ সাদা পোশাকে তুলে নিলে জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পবিত্র রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ ডিবি পরিচয়ে কেউ কখনো সাদা পোশাকে তুলে নিলে আমাদের জানাবেন। দেশে শান্তি থাকলে শান্তিতে থাকবে জনগণ। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছি।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমাদের গোয়েন্দা রিপোর্ট বলছে, যারা চুরি, ছিনতাই ও ডাকাতিতে জড়িত, তাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা। আমরা আশা করছি, আরও উন্নতি করব।’ডিবি প্রধান বলেন, ‘যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা গ্রহণ করেছি জিরো টলারেন্স নীতি। যেকোনো অপরাধী হোক, ডিবির জালে ধরা পড়তেই হবে। মানুষ যেন পবিত্র রোজা স্বস্তিতে পালন করতে পারে, সেজন্য ডিবি বদ্ধপরিকর।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা