ডিবি পরিচয়ে কেউ সাদা পোশাকে তুলে নিলে জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পবিত্র রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমাদের গোয়েন্দা রিপোর্ট বলছে, যারা চুরি, ছিনতাই ও ডাকাতিতে জড়িত, তাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা। আমরা আশা করছি, আরও উন্নতি করব।’ডিবি প্রধান বলেন, ‘যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা গ্রহণ করেছি জিরো টলারেন্স নীতি। যেকোনো অপরাধী হোক, ডিবির জালে ধরা পড়তেই হবে। মানুষ যেন পবিত্র রোজা স্বস্তিতে পালন করতে পারে, সেজন্য ডিবি বদ্ধপরিকর।