শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বিমানবন্দর থেকে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

বিমানবন্দর থেকে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানান। তাদের গ্রেপ্তারের বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করছিলেন। তারা উভয়ে এর আগে পুরানবাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বিমানবন্দর থানা থেকে দুইজন গ্রেপ্তারের বিষয়ে আমাদের জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদের আনা হলে বিস্তারিত বলা যাবে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা