অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নোবেলজয়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন ও প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ ঢাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন।সফরকালে সামরিক উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংক এর হেড অফিস এ অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন যেখানে গ্রামীণ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পগাঁথা তুলে ধরেন।পরবর্তীতে ইউনূস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টাগণ ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উক্ত নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিশেষে উক্ত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।উল্লেখ্য, গতকাল (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাগণের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সামরিক উপদেষ্টাগণ এক ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেন।
বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ ড.ইউনূসের প্রতিষ্ঠান পরিদর্শন করলেন
বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
আরো দেখুন