রবিবার, এপ্রিল ২০, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীনির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি

নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তবর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি।বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে কথা বলে গেছে, লিয়াঁজো কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপতে থাকা দলগুলোর চিন্তা-ভাবনা জানবে বিএনপি। একই সঙ্গে বিএনপিও তাদের চিন্তা-ভাবনা তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেওয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে।বৈঠকের পর কোনো কর্মসূচি আসবে কিনা, জানতে চাইলে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। তারপর এই নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, জানতে চাইলে শায়রুল কবির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য বা সংবাদ দেখে নিজেদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি-বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং সাম্প্রতিক বিষয়গুলো আরও গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করার বিষয়ে আলোচনা হতে পারে। আর বিএনপির কোনো বিষয় নিয়ে যদি যুগপৎ সঙ্গীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়, তাহলে সেটি নিয়ে যেন দলের দ্বায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়, এমন পরামর্শও দেওয়া হতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা