বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীনকল কসমেটিকস বিক্রি, ভোক্তা অধিদপ্তরে অভিযানে প্রতিষ্ঠান বন্ধ

নকল কসমেটিকস বিক্রি, ভোক্তা অধিদপ্তরে অভিযানে প্রতিষ্ঠান বন্ধ

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের পাইকারী দোকান থেকে বিভিন্ন নামিদামি ব্র্যাণ্ডের কসমেটিকস ক্রয় করে নিজেদের ইচ্ছেমত আমদানিকারকের সিল বসিয়ে বেশি দামে বিক্রি করছে ‘লাভ ল্যাণ্ড’ নামের একটি প্রতিষ্ঠান। চকবাজারের কোন দোকান থেকে এসব কসমেটিকস ক্রয় করেছে তারও কোনো প্রমাণাদি নেই। যে আমদানিকারকের নাম ব্যবহার করা হয়েছে তারা এসব কসমেটিকস পণ্য আমদানি করে না।

ভোক্তাদের সঙ্গে নিয়মিত এমন প্রতারণা করে আসা এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা স্বার্থবিরোধী এমন অপরাধে প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা ভুতের গলি এলাকায় ‘লাভ ল্যান্ড’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পূর্ব অভিযোগের ভিত্তিতে এখানে অভিযানে যায় ভোক্তা অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক (তদন্ত উপবিভাগ) আফরোজা রহমান এবং ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা