বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিহাতীতে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহ আলম, কালিহাতী প্রতিনিধিঃকালিহাতী উপজেলার আদর্শ প্রি-ক্যাডেট বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আশরাফ হোসেন মোল্যাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা, কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. ফজলে রাব্বি এবং ডা. মাহমুদা জান্নাতুল ফেরদৌস তমা।

নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরপুর। শিক্ষার্থীরা তাদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের সহ-সভাপতি মোছা. হাফিজা রহমান। সার্বিক আয়োজনে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রশংসা আর শিক্ষকদের ভালোবাসা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা