শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন ডেভিলকে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: মাসুদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শহিদুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,ইসমাইল হোসেন – কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে তিনি জানান।
ডেভিল হান্ট অপারেশন: পুলিশের বিশেষ এই অভিযানে সম্প্রতি কালিহাতীর বিভিন্ন অপরাধী ও সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।