টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।মৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর মাধবদী এলাকার ইমাম উদ্দিনের ছেলে। এ নিয়ে ইজতেমার দুই ধাপে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৬ জনে।