শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীআশুলিয়ায় ভেঙে পড়েছে এক্সপ্রেসওয়ের শাটার

আশুলিয়ায় ভেঙে পড়েছে এক্সপ্রেসওয়ের শাটার

ঢাকা আশুলিয়ায় নির্মাণাধীন এক্সপ্রেস ওয়ের শাটার খুলে পড়েছে একটি কন্টিনারবাহী একটি পরিবহনের ওপর। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  সড়ক কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে।এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিবদ্র এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছিল। এ সময় রাত ৮টার দিকে মহাসড়কের নবীনগরগামী একটি লরি একটি পিলারে ধাক্কা দেয়। এতে পিলারের ওপর থাকা লোহার সাটার কাভার ভ্যানের ওপর ভেঙে পড়ে । তবে কেউ আহত হয়নি। এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে যৌথ বাহিনী ও সড়ক কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক্সপ্রেসওয়ের এক প্রোকৌশলী বলেন, লরির উচ্চতা বেশি ছিল। তাই গার্ডারের সাথে বেঁধে যায়। এখানে ভেঙে পড়ার কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমি ফোনে শুনেছি আমাদের লোকজন সেখানে গেছে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাটারে ধাক্কা দিয়েছে। এতে তা ভেঙে পড়েছে। কেউ আহত হয়নি।
তিনি আরও বলেন,  ঈদের আগেই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ হয়েছে। সে পিলারের সাটার খুলে ফেলা হচ্ছে। যেহেতু সাটারগুলো পার্ট পার্ট থাকে তাই সব একটু লুস রাখা হয়। সে সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করছে। এতেই সব লরির ওপর পড়ে গেছে। আমাদের সব ঠিক আছে। কিছু সাটার ভেঙে গেছে। বাকি এক্সপ্রেসওয়ের সব ঠিক আছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার