আলোচনা ও ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনের রোডম্যাপ ও এই সংকটের সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, আমরা সবসময় বলে আসছি, আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে, এবং আমরা সফল হবো।
আগামী ডিসেম্বর নাকি পরের বছর জুনে পরবর্তী জাতীয় নির্বাচন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।
পহেলা বৈশাখ উৎযাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যে আমাদের সমস্ত অতীতের যত ধুলোবালি অতীতের যত জঞ্জাল উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।