রবিবার, এপ্রিল ২০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আজ শেষ হচ্ছে নতুন দল নিবন্ধন আবেদনের সময়

আজ শেষ হচ্ছে নতুন দল নিবন্ধন আবেদনের সময়

 

নির্বাচন কমিশন (ইসি) জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুযায়ী
আজ রোববার শেষ হচ্ছে নতুন দল নিবন্ধন আবেদনের সময় সীমা।
এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার লক্ষ্যে গণবিজ্ঞাপ্তি জারি করে নির্বাচন কমিশন। একইসাথে আজ ২০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিবন্ধন চেয়ে আবেদন করতে পারবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে নির্বাচনব্যবস্থা সংস্কারের পর নতুন দল নিবন্ধন দেওয়ার কার্যক্রম চালাতে ইসিকে আহ্বান জানিয়েছে দলটি।
তবে নতুন দল নিবন্ধনে সময়সীমা বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশন এখনও কোন সিদ্ধান্ত জানায়নি।
উল্লেখ্য, ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলগুলোর প্রায় প্রতিটিই আবেদনের পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা