লন্ডনের উদ্দেশে নিজ বাসভবন ফিরোজা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার ফ্লাইটে লন্ডন যাবেন তিনি।ইতোমধ্যে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে তার গাড়িবহর। গাড়িবহর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার।দীর্ঘ সাত বছর পর মায়ের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডন বিমানবন্দরে মাকে রিসিভ করার জন্য স্ত্রীসহ বিএনপির দুইজন নেতাকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারেক। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথিও যাচ্ছেন।এর আগে বিকাল ৩টা থেকে খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানস্থ বাসভবন ফিরোজার সামনে সমবেত হন দলটির নেতাকর্মীরা। বাসভবন এলাকার সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে।বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার।