টঙ্গীর তুরাগ তীরে প্রথম ধাপের দ্বিতীয় দিনে বিশ্ব ইজতেমা যৌতুকবিহীন ৬৩ বিয়ে সম্পন্ন হয়েছে। বিবাহ পড়িয়েছেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে উনি সকলের জন্য দোয়া করেন।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে এসব বিয়ে সম্পন্ন হয়।বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। পরে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খুরমা বিতরণ করা হয়।শনিবার দ্বিতীয় দিনের বয়ান ফজরের পর থেকে শুরু হয়েছে। বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে।এদিন সকাল ১০টার পর থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করবেন তাবলিগের মুরুব্বিরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। যোহর নামাজের পর মাওলানা ইসমাঈল গোদরা সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে তালিম করবেন।
বাদ আসর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার বিশেষ আয়োজন। এরপর পড়ানো হবে যৌতুক বিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন।
তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে।
আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।