গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিন্দুবাড়ী গ্রামের ফয়েজ উদ্দিন মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার বিন্দুবাড়ী গ্রামের হাজী ফয়েজ উদ্দিন জামে মসজিদ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি খায়রুল কবির মন্ডল আজাদ, জেলা বিএনপি‘র সাবেক সহ কৃষি বিষয়ক সম্পাদক, শ্রীপুর পৌর বিএনপি‘র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী, হাজী ফয়েজ উদ্দিন জামে মসজিদের মোতয়াল্লী আলহাজ্ব মো. আব্দুল আজিজ, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. রাসিদুল ইসলাম নয়ন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ, বিন্দুবাড়ী জি এ সিনিয়র মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক দ্বীন মোহাম্মদ, হাজী ফয়েজ উদ্দিন জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি মো. কবির হোসেন, সাধারন সম্পাদক মো. মাসুদ রানা শ্রীপুর উপজেলা জাসাসের যুগ্ম আহব্বায়ক মো. নুরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন ছাএদলের সাধারণ সম্পাদক সেলিম বন্দুকশি রাজাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে আহব্বায়ক পদপার্থী সোবহে সাদেক, মো. শরিফ শেখ, মো. আবির প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।