আগুন লাগার প্রায় ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও (সকাল ৯টা ৪১ মিনিট) এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার কর্মীদের।
এছাড়া মার্কেটে এসি থাকায় বেশ সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে তাদের। এরই মধ্যে কয়েকটা এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধোঁয়াও বাড়তে দেখা গেছে।