রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের কর্মীরা।বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে।এর আগে, সকাল পৌনে ৭টার দিকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানান, আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।