গাজীপুরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পিয়াপুর গ্রামের প্রবাস ফেরত আল মামুন (৪৫) তার স্ত্রী বৃষ্টি আক্তর (৩৫) ছেলে আল আমীন আহম্মেদ (১০) মেয়ে মেহজাবিন আক্তার (২) ও ছোট ভাই রাজন আহাম্মেদ (২৫)। এ দিকে প্রাইভেটকারের চালক আতিকুল ইসলামও আহত হয়েছেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী জানান, দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে প্রাইভেটকারটি পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর দিয়ে পশ্চিম পাশে এসে প্রাইভেটকারে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়েছেন।