গাজীপুরের টঙ্গীতে টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। এখানে প্রকাশ্যেই মাদক কেনাবেচা ও সেবন চলে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন চিহ্নিত অপরাধী চক্রের সদস্যরা নিয়মিত বস্তিতে যাতায়াত করে। যদিও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অংশ নেন। গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৬০ জন মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা অভিযানের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরবে। তবে শুধু অভিযান নয়, এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।