বুধবার, এপ্রিল ২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

: গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির এক কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী কেরানিরটেক এলাকায় এ  ঘটনা ঘটে।নিহত ওই পথচারীর নাম শওকত আলী (৫০)। সে  টঙ্গী পূর্ব থানার আমতলি কেরানিরটেক এলাকার মৃত জামির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানান, শুক্রবার সকাল ৬টার দিকে শওকত আলী আমতলি কেরানিরটেক এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান (নং-ঢাকা মেট্রো- ১৮-৯২০৩) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে  উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন,পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা চাইলে আমরা আইনানুগ সহায়তা করবো।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা