বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীগাজীপুরে ওষুধ কারখানায় ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

গাজীপুরে ওষুধ কারখানায় ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে।গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চার শ্রমিক নামাজের জন্য অজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজিব ভৌমিক জানান, কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তারা।এ বিষয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর মিথানল ক্লোরাইড ভর্তি ড্রাম রাখা ছিল। হঠাৎ করে একটি ড্রাম বিস্ফোরণে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা